ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে সাময়িক চাপ, দীর্ঘমেয়াদি ইতিবাচকতার পূর্বাভাস

২০২৫ আগস্ট ০৭ ১৫:১০:২৭
শেয়ারবাজারে সাময়িক চাপ, দীর্ঘমেয়াদি ইতিবাচকতার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কর্মদিবসে সূচকে কিছুটা পতন দেখা গেলেও বাজারে বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণে ভাটা পড়েনি। বাজার বিশ্লেষকরা মনে করছেন, আগের ধারাবাহিক উত্থানের পর সূচকে এই স্বাভাবিক শুদ্ধিকরণ দীর্ঘমেয়াদে একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ বাজার গঠনের ইঙ্গিত দিচ্ছে। তারা বলছেন, বর্তমান পরিস্থিতিকে হতাশার নয়, বরং নতুন বিনিয়োগের প্রস্তুতির সময় হিসেবে দেখা উচিত।

এর আগে টানা তিন কর্মদিবেসে ডিএসইর প্রধান সূচক ২৩৮ পয়েন্ট বেড়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি করে। এমন উত্থানের পরে স্বাভাবিকভাবেই বাজার কিছুটা সংশোধনের দিকে যেতে পারে বলে বিশ্লেষকরা আগে থেকেই সতর্ক করেছিলেন। গত তিন কর্মদিবসে সূচক ১২৮ পয়েন্ট কমলেও সেটি একটি স্বাস্থ্যকর বাজার প্রক্রিয়ার অংশ বলেই মনে করছেন তারা।

তবে গত তিন কর্মদিবসে সূচকের কিছুটা মন্দাভাব দেখা গেলেও লেনদেনের পরিসংখ্যান বলছে, বাজারে বিনিয়োগকারীদের সক্রিয়তা রয়ে গেছে। সাম্প্রতিক তিন কর্মদিবসে লেনদেন হাজার কোটির নিচে নামলেও, প্রতিদিনই প্রায় ৭০০ কোটির বেশি লেনদেন হয়েছে — যা প্রমাণ করে, বাজারে এখনও তরলতার ঘাটতি নেই। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৯১২ কোটি টাকা, বুধবার হয়েছে প্রায় ৮৯০ কোটি টাকা এবং আজ বৃহস্পতিবার হয়েছে ৭০৬ কোটির টাকার বেশি।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই সংশোধন দীর্ঘমেয়াদে বাজারকে আরও মজবুত করে তুলবে। কারণ ধারাবাহিক উত্থান পর সাধারণত বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার দিকে ঝুঁকেন, যা কিছুটা চাপ সৃষ্টি করলেও পরবর্তীতে আরও বড় পরিসরের বিনিয়োগের পথ সুগম করে।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৮.০৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭০.৪৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৭.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৭.৬৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৭৯টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ২৬৮টির কমেছে এবং ৫১টির অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৭০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৮৩ কোটি ৫৫ রাখ টাকা।

অন্যদিকে, আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪১টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৬.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৮.৯০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৩.০৯ পয়েন্ট কমেছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে