ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

ভূমিকম্পের পর আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ

২০২৫ জুলাই ৩০ ১২:২১:২০
ভূমিকম্পের পর আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি ভূমিকম্পের পর থেকে বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে। আগ্নেয়গিরিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে, যার কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের স্তর ছড়িয়ে পড়ে আকাশ ঢেকে দিয়েছে। লাভার উদগিরণের সম্ভাবনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের কামচাটকা অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলের তথ্য অনুযায়ী, ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির ছাইয়ের স্তম্ভ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার (প্রায় ১.৮ মাইল) উচ্চতায় ছড়িয়ে পড়েছে।

ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার প্রতিবেদনে জানা গেছে, এই ছাইয়ের স্তম্ভ আগ্নেয়গিরির ৫৮ কিলোমিটার (৩৬ মাইল) পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। আগ্নেয়গিরিটি এখনও বিস্ফোরকভাবে অগ্ন্যুৎপাত অব্যাহত রেখেছে এবং যে কোনো সময় সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার (৪.৯ মাইল) উচ্চতায় ছাই নির্গমন হতে পারে। এ কারণে নিচু উড়ন্ত বিমানগুলোতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের সূত্র জানিয়েছে, আগ্নেয়গিরির গর্তটি প্রায় সম্পূর্ণ লাভায় পূর্ণ, যার কারণে লাভার প্রবাহের সম্ভাবনা বেড়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ রাশিয়ার উপকূলীয় এলাকাবাসীকে নিরাপত্তার জন্য এ মুহূর্তে উপকূল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

আন্তর্জাতিক বিমান চলাচলের প্রধান রুটগুলো ক্লিউচেভস্কয় অঞ্চল দিয়ে না গেলেও আঞ্চলিক বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। বিমান চলাচলের ঝুঁকি বুঝাতে ‘কমলা রঙের’ সতর্কতা সংকেত ব্যবহার করা হচ্ছে।

একই দিনে, কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা পরে সংশোধন করে ৮.৮ মাত্রায় উন্নীত করা হয়। এই ভূমিকম্পের কারণে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামি তৈরি হয়, যা ইতোমধ্যে রাশিয়ার উপকূলে আঘাত হানতে শুরু করেছে। বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

এদিকে, সুনামির প্রথম ঢেউ জাপানে পৌঁছেছে বলে জানা গেছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে