ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংকের টাকা নিয়ে এস আলমের ‘ভুয়া ডিল’

২০২৫ জুলাই ৩০ ১৮:০২:০৮
ইসলামী ব্যাংকের টাকা নিয়ে এস আলমের ‘ভুয়া ডিল’

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক থেকে ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

দুদকের করা মামলায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি মো. মুনিরুল মওলা, এস আলম গ্রুপ, নাবিল গ্রুপ এবং ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নামও রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ভুয়া ডিল তৈরির মাধ্যমে কোনো পণ্য লেনদেন ছাড়াই ৯৫০ কোটি টাকা তুলে নেন। ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় বাই-মুরাবাহা ও টিআর বিনিয়োগের নামে এই অর্থ আত্মসাৎ করা হয়।

এসব লেনদেনকে বৈধ দেখাতে প্রতারণা, জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের পথ অনুসরণ করা হয়। বর্তমানে ঋণটি অপরিশোধিত ‘মন্দ ঋণ’ হিসেবে শ্রেণিকৃত হয়েছে।

প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন:

ফারজানা পারভীন (এস আলম কর্ণধারের স্ত্রী)

মো. মুনিরুল মওলা (ইসলামী ব্যাংকের সাবেক এমডি)

শাহ আলম ও শরিফুল ইসলাম (নাবিল গ্রুপ)

মো. শহিদুল ইসলাম ও মিশকাত আহমেদ (এস আলম ভেজিটেবল অয়েল)

শাহানা ফেরদৌস (আলম সুপার এডিবল অয়েলের চেয়ারম্যানের স্ত্রী)

মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৪) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

দুদক বলছে, তদন্তের মাধ্যমে এই চক্রের প্রতিটি স্তরের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে