ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের শুল্কারোপের জবাবে ভারতের কড়া বার্তা

২০২৫ জুলাই ৩০ ২৩:০০:১১
যুক্তরাষ্ট্রের শুল্কারোপের জবাবে ভারতের কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং ‘জরিমানা’ ঘোষণার পর, যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের প্রভাব পর্যালোচনা করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

বুধবার (৩১ জুলাই) রাতে এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউজের ঘোষণার পরই নয়াদিল্লি থেকে সংক্ষিপ্ত এক বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি বিবৃতি সরকার লক্ষ্য করেছে। এর প্রভাবগুলো পর্যালোচনা করা হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির লক্ষ্যে কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারত এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, অতীতের মতোই এবারও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে যুক্তরাজ্যের সঙ্গে সম্প্রতি সম্পাদিত বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে বলা হয়েছে, অন্যান্য চুক্তির ক্ষেত্রেও ভারত একইরকম সক্রিয় অবস্থান নিয়েছে।

মিরাজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে