ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

পুলিশের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত

২০২৫ জুলাই ৩০ ২৩:০৮:৩৮
পুলিশের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের আরও পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বুধবার (৩০ জুলাই) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— রাজশাহীর সাবেক ডিআইজি আনিসুর রহমান, রংপুর মহানগর পুলিশের সাবেক ডিসি মোহাম্মদ শিবলী কায়সার, র‌্যাবের অতিরিক্ত এসপি জুয়েল চাকমা, ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক এডিসি (এসপি পদে সুপার নিউমারারারি পদোন্নতি পাওয়া) রাজীব দাস ও বরিশাল আরআরএফের এএসপি আফজাল হোসেন।

তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো হলো—অধস্তনের স্ত্রীর সঙ্গে অনৈতিক আচরণ ও সংসার ভাঙার চেষ্টা, দায়িত্ব পালনকালে অনুপস্থিত থাকা, অভিযোগ জানাতে আসা ব্যক্তিকে মারধর এবং গ্রেফতারকৃতদের নির্যাতন ও আদালতে না তোলা।

উদাহরণস্বরূপ এসপি শিবলী কায়সারের বিরুদ্ধে অভিযোগকারীর ওপর হামলার অভিযোগ রয়েছে। অতিরিক্ত এসপি জুয়েল চাকমা অভিযুক্ত হয়েছেন প্রশ্নফাঁস মামলায় গ্রেফতার পাঁচ চিকিৎসকের ওপর নির্যাতন চালানো ও আদালতে হাজির না করার জন্য।

এএসপি আফজাল হোসেন বরখাস্ত হয়েছেন একজন কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব ও সংসার ভাঙার অভিযোগে। অন্যদিকে, ডিআইজি আনিসুর রহমান এবং এডিসি রাজীব দাসের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকে ‘পলায়নের’ অভিযোগ আনা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন এবং এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে