ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

লোকসভায় মোদি-রাজনাথকে তুলোধুনো রাহুলের

২০২৫ জুলাই ৩০ ১৫:১৮:০৩
লোকসভায় মোদি-রাজনাথকে তুলোধুনো রাহুলের

নিজস্ব প্রতিবেদক: ‘অপারেশন সিন্দুর’ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার লোকসভার অধিবেশনে দেওয়া ভাষণে তিনি মোদি সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের তীব্র সমালোচনা করেন।

রাহুল অভিযোগ করেন, মোদি সরকার ভারতীয় সেনাবাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি। তিনি বলেন, সরকারের হস্তক্ষেপের কারণেই একটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। কংগ্রেস নেতা আরও অভিযোগ করেন যে, নরেন্দ্র মোদির যুদ্ধ পরিচালনা বা দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নেই। তিনি প্রশ্ন তোলেন, সক্ষমতা না থাকা সত্ত্বেও কেন যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।

রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের প্রসঙ্গ টেনে বলেন, আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই মোদি সরকার যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যদি ট্রাম্পের দাবি মিথ্যা হয়, তবে মোদির উচিত তাকে প্রকাশ্যে 'মিথ্যাবাদী' হিসেবে আখ্যা দেওয়া।

রাহুলের পাশাপাশি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও মোদি সরকারের সমালোচনা করেছেন। তিনি পহেলগাম ইস্যুতে সরকারের অবস্থানকে একটি "কূটনৈতিক ব্যর্থতা" বলে অভিহিত করেন।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে