ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

গোপালগঞ্জে ফোনালাপের পেছনে কারা জানালেন রনি

২০২৫ জুলাই ৩০ ১৯:১০:০১
গোপালগঞ্জে ফোনালাপের পেছনে কারা জানালেন রনি

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, সম্প্রতি ভাইরাল হওয়া একটি টেলিফোন কথোপকথনে গোপালগঞ্জের এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্পষ্টতই ভীত ছিলেন। ফোনালাপে এক ব্যক্তি তাকে হুমকি দেন এবং রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপপ্রয়োগের ইঙ্গিত দেন।

বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন রনি।

তিনি বলেন, “ফোনে একজন ব্যক্তি ওই পুলিশ কর্মকর্তাকে হুমকি দিচ্ছেন, বলছেন—আপনি আওয়ামী লীগের পরিবার-পরিজনের ওপর জুলুম করলে, আপনার পরিবারও ছাড় পাবে না। ওসি এতে ভয় পেয়ে যান এবং সংঘাতে জড়াননি।”

রনি আরও বলেন, “হুমকিদাতা তার ব্যক্তিগত ও সাংগঠনিক পরিচয় তুলে ধরছিলেন। বলছিলেন, তিনি গোপালগঞ্জে কী করতে পারেন, বাইরেও কী করতে পারেন। এমনকি তিনি বলছেন, ‘বঙ্গবন্ধু গেরিলা বাহিনী’ ইতোমধ্যে সারা দেশে তৎপর হয়েছে এবং এই কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হচ্ছে। এর সঙ্গে ভারতও যুক্ত বলে তিনি দাবি করেন।”

গোলাম মাওলা রনি প্রশ্ন তুলেছেন, এমন একটি স্পর্শকাতর ঘটনা ঘটার পরও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, “হুমকিদাতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানা যায় না। পুলিশ কর্মকর্তার সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কী যোগাযোগ হয়েছে, সেটিও অনিশ্চিত।”

আওয়ামী লীগের কিছু অংশকে সশস্ত্র ও ‘অপতৎপরতায়’ লিপ্ত বলে অভিযোগ করেন রনি। তার ভাষায়, “আওয়ামী লীগ কী, তা বুঝতে হলে ইয়াহিয়া খান, টিক্কা খান, এরশাদ, ইনু, মেনন, এমনকি মতিয়া চৌধুরীদের জীবন দেখে অনুধাবন করতে হবে। যারা একসময় আওয়ামী বিরোধী ছিলেন, তারাও এক পর্যায়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় চলে গেছেন।”

রনি দাবি করেন, “আশির দশকে এরশাদ যেভাবে শেখ হাসিনার সঙ্গে আচরণ করেছিলেন, তার প্রতিশোধ তিনি ২০০৯ সালে ক্ষমতায় এসে নিয়েছেন এবং এটি এরশাদের মৃত্যুর আগপর্যন্ত তাকে তাড়া করেছে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে