ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

৪ জন পুরুষকে নিয়ন্ত্রণ করতেন ১ নারী! 

২০২৫ জুলাই ৩০ ১৫:৫০:৪৭
৪ জন পুরুষকে নিয়ন্ত্রণ করতেন ১ নারী! 

নিজস্ব প্রতিবেদক: ভারতে জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের চেষ্টায় একটি চাঞ্চল্যকর মোড়। গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) সম্প্রতি গ্রেপ্তার করেছে এক তরুণীকে, যিনি আল কায়েদার দক্ষিণ ভারতের জঙ্গি কার্যক্রম পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করতেন।

গ্রেপ্তার হওয়া ওই তরুণীর নাম সামা পারভিন। বয়স ৩০ বছর। তাকে কর্নাটকের বেঙ্গালুরু থেকে আটক করা হয়েছে।

গুজরাট এটিএস জানিয়েছে, সামা পারভিন ছিলেন একটি গোপন আল কায়েদা মডিউলের মূল পরিকল্পনাকারী ও নিয়ন্ত্রক। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রাম ব্যবহার করে তিনি চার তরুণকে মগজধোলাই করতেন এবং ধাপে ধাপে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করতেন।

গত ২৩ জুলাই গুজরাট, দিল্লি ও নয়ডা থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরা হলেন:মোহাম্মদ ফইক,মোহাম্মদ ফারদিন,সেফুল্লা কুরেশি,জিশান আলি

তদন্তে উঠে আসে, এই চারজনের মূল হ্যান্ডলার ছিলেন সামা পারভিন। তাদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ ছিল এবং বিভিন্ন অ্যাপে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হতো।

প্রাথমিক তদন্তে এটিএস জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা ভারতের একাধিক জায়গায় নাশকতার পরিকল্পনা করছিল। শুধু তাই নয়, তারা দেশের বাইরের আল কায়েদা হ্যান্ডলারদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছিল।তারা এমন সব অ্যাপ ব্যবহার করত যা অটো-ডিলিট ফিচারের মাধ্যমে বার্তা মুছে ফেলে, যাতে কোনো প্রমাণ না থাকে।

এছাড়াও, গোয়েন্দা সংস্থাগুলো জানায়, এই চক্র নকল ভারতীয় মুদ্রা ছড়ানোর কাজেও জড়িত ছিল। এটি ছিল তাদের অর্থ সংগ্রহ ও জঙ্গি কার্যক্রমের একটি উৎস।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে