ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

সেই ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০২৫ জুলাই ২৬ ১৫:৪৬:০৬
সেই ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকালে খাতা মূল্যায়নে গাফিলতির কারণে ৮ পরীক্ষককে আজীবনের জন্য পাবলিক পরীক্ষাসংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার নির্ধারিত উত্তরপত্রের ওএমআর অংশের বৃত্ত ভরাট করিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরীক্ষকদের বিরুদ্ধে তদন্তে প্রমাণ পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বোর্ড কর্তৃপক্ষ তা গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। জবাবে সংশ্লিষ্ট শিক্ষকরা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট ৮ পরীক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা ভবিষ্যতে আর কোনো পাবলিক পরীক্ষার কার্যক্রমে যুক্ত হবেন না।

আজীবনের জন্য অব্যাহতি পাওয়া পরীক্ষকদের তালিকা:

এসএসসি পরীক্ষার পরীক্ষকরা:

মহসীন আলামীন, সাভারের সেন্ট যোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজ, উচ্চতর গণিত বিষয়

মো. সাখাওয়াত হোসাইন আকন, ঢাকার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়

আবু বকর সিদ্দিক, মুন্সীনগর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, সহকারী প্রধান শিক্ষক ও গণিত বিষয়

মো. আলেকজান্ডার মিয়া, বাসাইল উপজেলার সুল্লা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল, গণিত বিষয়

এইচএসসি পরীক্ষার পরীক্ষকরা:

মধুছন্দা লিপি, বারৈচা কলেজ, বেলাব উপজেলা, নরসিংদী, বাংলা প্রথম পত্র

মুরছানা আক্তার, রোকেয়া আহসান কলেজ, ডেমরা, ঢাক, ইংরেজি দ্বিতীয় পত্র

মো. জাকির হোসাইন, হাজী ইউনুছ আলী কলেজ, সাভার, বাংলা দ্বিতীয় পত্র, প্রভাষক

মো. রাকিবুল হাসান, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ, কালিয়াকৈর, গাজীপুর, বাংলা দ্বিতীয় পত্র, প্রভাষক

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে