ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি খামেনির

২০২৫ জুলাই ১৭ ২০:৩৫:৪০
যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি খামেনির

নিজস্ব প্রতিবেদক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি বলেছেন, “আল্লাহর রহমতে কূটনীতি ও সামরিক শক্তি—দুই ক্ষেত্রেই আমাদের হাত পরিপূর্ণ। আমরা আমেরিকার একটি সংবেদনশীল কেন্দ্রে হামলা করেছি।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) ইরানের বিচার বিভাগের প্রধান, সিনিয়র কর্মকর্তা ও দেশের বিভিন্ন প্রদেশের বিচার বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

খামেনি বলেন, সম্প্রতি ইরানে চালানো ‘আরোপিত যুদ্ধ’ চলাকালীন, ইরানি জনগণের অভূতপূর্ব ঐক্য শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। ধর্মীয় ও রাজনৈতিক বিভেদ থাকা সত্ত্বেও, জাতীয় স্বার্থে জনগণের এই ঐক্য রক্ষা করা সকলের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

জায়নবাদী ইসরায়েলকে ইঙ্গিত করে তিনি বলেন, “যদি তারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হতো, তবে আমেরিকার আঁচলে আশ্রয় নিত না।” খামেনির মতে, এটি প্রমাণ করে ইসরায়েলের পক্ষে ইরানের মোকাবিলা সম্ভব নয়।

তিনি বলেন, “১২ দিনের যুদ্ধে ইরানি জনগণের সবচেয়ে বড় অর্জন হলো আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্প এবং প্রস্তুতি—যা বিশ্বের সবচেয়ে আগ্রাসী শক্তি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।”

এক সময় আমেরিকার বিরুদ্ধে কথা বলারও সাহস ছিল না, কিন্তু আজ “ইরান এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে আমেরিকাই ইরানকে ভয় পায়”, বলেন খামেনি।

খামেনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। যদিও বর্তমানে মিডিয়া সেন্সরশিপ রয়েছে, তবে একসময় এই হামলার প্রকৃত প্রভাব প্রকাশ পাবে, এমনও জানান তিনি। প্রয়োজনে আরও বড় হামলার ক্ষমতা রাখে বলেও ইঙ্গিত দেন।

তিনি বলেন, শত্রুর পরিকল্পনা ছিল—ইরানের গুরুত্বপূর্ণ কেন্দ্র ও ব্যক্তিত্বদের লক্ষ্য করে হামলা চালানো, এবং এরপর MEK, রাজতন্ত্রবাদী ও সন্ত্রাসীদের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু “আল্লাহর ইচ্ছায় ঠিক উল্টোটা হয়েছে।”

বক্তব্যের শেষ দিকে তিনি বিচারক, সাংবাদিক, আলেম, ইমাম ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “জাতীয় ঐক্য রক্ষা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে ঐক্যই আমাদের শক্তি।”

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে