ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশে বিনিয়োগের ৫টি সেরা জায়গা 

২০২৫ জুলাই ১৭ ১২:০৯:৪৩
বাংলাদেশে বিনিয়োগের ৫টি সেরা জায়গা 

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে অনেকেই সঞ্চয়ের তুলনায় বিনিয়োগকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ শুধু টাকা জমিয়ে রাখলে তা সময়ের সঙ্গে মূল্য হারায়। বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতির হার ৯–১০ শতাংশ। অর্থাৎ, এক লাখ টাকার ক্রয়ক্ষমতা এক বছরে প্রায় ৯০ হাজার টাকায় নেমে আসে।

তাই সঠিক জায়গায় বিনিয়োগ করা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, মাত্র এক লাখ টাকা থাকলে সেটি কোথায় রাখলে সবচেয়ে ভালো রিটার্ন পাওয়া যাবে?

১. এফডিআর (Fixed Deposit Receipt)

এফডিআর হলো সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যমগুলোর একটি। এখানে সুদের হার ৮–৯% হলেও, উৎসে কর ১৫% কেটে নেওয়া হয়। ফলে হাতে থাকে ৭,০০০–৭,৫০০ টাকা। তবে এটা মুদ্রাস্ফীতির বিপরীতে খুব একটা লাভজনক নয়।

২. সঞ্চয়পত্র ও ট্রেজারি বিল

সরকারি সঞ্চয়পত্র বা ট্রেজারি বিলে বিনিয়োগ করলে বার্ষিক ১১–১২% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। যদিও কিছু প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, তবে এটি নিরাপদ এবং দীর্ঘমেয়াদে ভালো আয় দেয়।

৩. স্বর্ণ ও রূপা

সোনা ও রূপা মূলত দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে ভালো। সোনার গড় রিটার্ন ১১–১২% হলেও, অলংকার আকারে কিনলে বিক্রির সময় মূল্য কমে যায় (ডিপ্রিশিয়েশন)। তরল সম্পদ না হওয়ায় তাৎক্ষণিক প্রয়োজনে এটি তুলনামূলক অসুবিধাজনক।

৪. জমিতে বিনিয়োগ

সঠিক জায়গায় জমি কিনতে পারলে রিটার্ন অনেক বেশি হতে পারে। তবে এটা ঝুঁকিপূর্ণ, জটিল এবং প্রাথমিক পুঁজি বেশি লাগে। দ্রুত বিক্রি করাও কঠিন।

৫. শেয়ারবাজার

সবচেয়ে লাভজনক হতে পারে শেয়ারবাজার, তবে ঝুঁকিও বেশি। জ্ঞান ছাড়া শেয়ার কিনলে লোকসান হতে পারে। শুরুর জন্য মিউচুয়াল ফান্ড বা এসআইপি (SIP) হতে পারে নিরাপদ বিকল্প।

কোথায় বিনিয়োগ করবেন, সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে বিনিয়োগ করবেন। আর্থিক শিক্ষা, সঠিক সময় এবং প্ল্যাটফর্ম নির্বাচনই পারে আপনার ১ লাখ টাকা থেকে ভবিষ্যতের বড় মূলধন তৈরি করতে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে