ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

ভারতীয়দের জন্য বিপদ বাড়ল

২০২৫ জুলাই ১৫ ১৮:৩২:৪১
ভারতীয়দের জন্য বিপদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এক কঠোর বার্তায় জানিয়েছে, ভিসা পাওয়া মানেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকা বা কাজ করার নিশ্চয়তা নয়। এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ভিসা ইস্যুর পরেও ভিসাধারীদের ওপর নজরদারি অব্যাহত থাকে।

পোস্টে বলা হয়,"ভিসা ইস্যুর পরেও আমাদের যাচাই প্রক্রিয়া থেমে থাকে না। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করি, আবেদনকারী যুক্তরাষ্ট্রের আইন ও অভিবাসন নীতিমালা মেনে চলছেন কি না। কেউ নিয়ম লঙ্ঘন করলে, তার ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হতে পারে।"

এ সতর্কতা মূলত ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উদ্দেশে, যারা যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বা ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন।

দূতাবাসের বার্তায় আরও বলা হয়েছে, ভিসা অনুমোদন মানে মার্কিন মাটিতে স্থায়ী প্রবেশের অধিকার নয়। যুক্তরাষ্ট্রের অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানবিষয়ক আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। নিয়মভঙ্গের ক্ষেত্রে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

এ সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে যখন মার্কিন কর্তৃপক্ষ ভিসা জালিয়াতি, অনুমোদিত সময়ের অতিরিক্ত অবস্থান এবং শিক্ষার্থী ও কর্মভিসার অপব্যবহার নিয়ে বাড়তি নজরদারি চালাচ্ছে।

যদিও বর্তমান পোস্টে কোনও নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়নি, মার্কিন কর্মকর্তারা পূর্বেও জানিয়েছেন— ভিসা আবেদনে মিথ্যা তথ্য প্রদান, অননুমোদিতভাবে কাজ করা কিংবা অন্য যেকোনো অনিয়মের কারণে ভিসা বাতিল, আটক বা নির্বাসনের ঝুঁকি থাকে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে