ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

সেরার তালিকায় ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

২০২৫ জুলাই ১৭ ১১:৫৬:০৭
সেরার তালিকায় ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক পঞ্চমবারের মতো দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) জন্য 'সাসটেইনেবল রেটিং-২০২৪' প্রকাশ করেছে। এতে পাঁচটি প্রধান সূচকের ভিত্তিতে সেরা হিসেবে তালিকায় স্থান পেয়েছে ১০টি ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠান। বুধবার প্রকাশিত এই তালিকায় স্থান পাওয়া সব প্রতিষ্ঠানই বেসরকারি খাতের, যা সরকারি মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে আর্থিক খাতকে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক ২০২০ সাল থেকে এই রেটিং প্রকাশ করে আসছে।

২০২৪ সালের কার্যক্রম মূল্যায়নের পর যে ১০টি ব্যাংক টেকসই রেটিং-এ শীর্ষস্থান অর্জন করেছে সেগুলো হলো— ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। এদের মধ্যে ডাচ-বাংলা, এনসিসি, পূবালী ও শাহজালাল ইসলামী ব্যাংক নতুনভাবে এই সম্মানজনক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বাকি ছয়টি ব্যাংক গত বছরের তালিকায়ও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবার সেরা নির্বাচিত হয়েছে আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স। গত বছর তিনটি প্রতিষ্ঠান এই তালিকায় থাকলেও এবার ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড তালিকা থেকে বাদ পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো স্বীকৃতি একটি প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসনের বহিঃপ্রকাশ, যা গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই শীর্ষ তালিকা তৈরির জন্য পাঁচটি মূল উপাদানের অধীনে প্রায় দেড়শটি বিষয় মূল্যায়ন করা হয়। এই পাঁচটি সূচক হলো— টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা খাতে অবদান, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, কোর ব্যাংকিংয়ের টেকসইতা এবং প্রাতিষ্ঠানিক সেবার পরিধি। এর আওতায় একটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ, মূলধনের পর্যাপ্ততা, তারল্য পরিস্থিতি, ব্যবস্থাপনার দক্ষতা, গ্রাহক ঋণসীমা এবং পরিবেশবান্ধব অভ্যন্তরীণ উদ্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টেকসই ও সবুজ অর্থায়নে আরও উৎসাহিত করাই এই রেটিং প্রকাশের প্রধান উদ্দেশ্য।

মুয়াজ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে