ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শাশুড়ি ও পুত্রবধূকে খুন, জানা গেল নেপথ্য কাহিনী

২০২৫ জুলাই ১৭ ১১:৪৮:১০
শাশুড়ি ও পুত্রবধূকে খুন, জানা গেল নেপথ্য কাহিনী

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ি গ্রামে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ঘরে ঢুকে একই পরিবারের দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক কিশোরী স্কুলছাত্রী।

নিহতরা হলেন—মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেওয়া (৭০) এবং তার ছেলে পারভেজের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২২)। আহত কিশোরী বন্যা (১৬), আব্দুল কুদ্দুসের অপর ছেলে বুলবুলের মেয়ে এবং স্থানীয় ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঘটনার সময় বাড়িতে শুধু কয়েকজন নারী ছিলেন। সেই সুযোগে স্থানীয় যুবক সৈকত ওই বাড়িতে ঢুকে বন্যাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে বাঁচাতে এগিয়ে আসেন দাদি লাইলী বেওয়া ও চাচি হাবিবা ইয়াসমিন—তাদেরও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাইলী বেওয়া ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বন্যা এখনও শজিমেক হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

বগুড়া সদর থানার ওসি জানান, স্থানীয় যুবক সৈকত দীর্ঘদিন ধরে বন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বন্যা তা প্রত্যাখ্যান করলে স্কুলে যাতায়াতের পথে তাকে নিয়মিত উত্যক্ত করতেন। এ নিয়ে এলাকায় বহুবার সালিশ বৈঠকও হয়েছিল।

সেই বিরোধ থেকেই সৈকত প্রতিশোধ নিতে গিয়ে পরিকল্পিতভাবে এই বর্বর হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সৈকত পলাতক রয়েছে। পুলিশ জানায়, তাকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই হৃদয়বিদারক ঘটনার পর ইসলামপুর হরিগাড়ি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শোকাহত পরিবার ও স্থানীয়রা দ্রুত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে