ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

প্রিন্স মামুনের মানহানি মামলার রায়

২০২৫ জুলাই ১৩ ১৭:৫৮:২২
প্রিন্স মামুনের মানহানি মামলার রায়

নিজস্ব প্রতিবেদক: টিকটক তারকা আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে করা মানহানির মামলার আবেদন খারিজ করে দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের আদালত।

রোববার (১৩ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম মামলাটির আবেদন খারিজের আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া গণমাধ্যমকে জানান, ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। কিন্তু মামলায় উল্লেখিত অভিযোগ এই নতুন অধ্যাদেশের আওতায় না পড়ায় আদালত আবেদন খারিজ করে দিয়েছেন।’

এর আগে, চলতি বছরের ১৫ মে, টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছিলেন ভুক্তভোগী লায়লা। মামলার অভিযোগে বলা হয়, গত ১০ মে, প্রিন্স মামুন একটি চলমান ধর্ষণ মামলায় বাদী লায়লাকে চাপ প্রয়োগ করতে তার বাসায় প্রবেশ করেন।

অভিযোগে আরও বলা হয়, মামুন বাসায় প্রবেশের পর লায়লা ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ করে তার উপস্থিতি দেখে লায়লা ভীত হয়ে পড়েন এবং তাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেন। এরপরেও প্রিন্স মামুন তার ফেসবুক পেজ থেকে দুপুর ১টা থেকে ৩টার মধ্যে চারবার লাইভে আসেন, যেখানে তিনি লায়লার শোবার ঘর, বাথরুম, ড্রয়িংরুমসহ নানা গোপনীয় স্থান দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, গালাগাল ও হুমকি প্রদান করেন।

এই লাইভ ভিডিওগুলোতে লায়লাকে গেঞ্জি পরিহিত অবস্থায় ও শুয়ে থাকতে দেখা যায়, যা সামাজিকভাবে তাকে বিপাকে ফেলে এবং মানহানি করে। ভিডিওগুলোর প্রতিটিই এক মিলিয়নের বেশি বার দেখা হয়েছে, দাবি করেন বাদী।

মামলার অভিযোগে আরও বলা হয়, প্রিন্স মামুন পরবর্তীতে ওই ভিডিওগুলোর খণ্ডাংশ কেটে পুনরায় তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন, যার ফলে লায়লার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয় এবং তিনি সামাজিকভাবে অপমানিত হন।

তবে মামলার অভিযোগের ধারা নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় না থাকায়, আদালত তথ্য-প্রযুক্তি আইনের আওতায় মামলার গ্রহণযোগ্যতা স্বীকার করেননি, ফলে মামলা খারিজ হয়ে যায়।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে