ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

মিসরের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যা জানা গেল

২০২৫ জুলাই ১৫ ১৫:৩৯:৪৩
মিসরের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের মিসরীয় ভিসা পাওয়া নিয়ে সম্প্রতি প্রচারিত একটি বিভ্রান্তিকর খবরে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকায় অবস্থিত মিসরের দূতাবাস। এক বিবৃতিতে তারা স্পষ্ট করে বলেছে—ভিসা প্রদানের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন—‘উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে’—এ দাবি করা হয়েছিল, বাংলাদেশিদের ভিসা বন্ধ করেছে মিসর। এই দাবিকে ভুল ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশি নাগরিকদের মিসরীয় ভিসা প্রদানের উপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা নেই। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য আবেদনকারী ও সাধারণ মানুষের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ সৃষ্টি করছে।”

মিসর ভ্রমণে আগ্রহীদের যেকোনো জিজ্ঞাসার ক্ষেত্রে ঢাকাস্থ মিসর দূতাবাসের কনস্যুলার বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ তথ্য: ফোন: +02 2222 93 999, ইমেইল: [email protected]

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে