ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

ইসরায়েল-সৌদি সম্পর্কের ‘গোপন দরজা’ 

২০২৫ জুলাই ১০ ১৫:৪২:০৩
ইসরায়েল-সৌদি সম্পর্কের ‘গোপন দরজা’ 

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলের চলমান হামলার মধ্যেই সৌদি আরব ও সিরিয়ার সঙ্গে দেশটির গোপন সম্পর্কের আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট-এর একটি বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন সৌদি আরব ও সিরিয়ার দুই নাগরিক—যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানায়, উপস্থিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৌদি আরবের সুপরিচিত সাংবাদিক আব্দুল আজিজ আল-খামিস এবং সিরিয়ার সাবেক হাসপাতাল পরিচালক ও বর্তমানে একটি এনজিও’র প্রধান নির্বাহী শাদি মারтини।

তারা নেসেট-এর "The Caucus to Promote a Regional Security Agreement" নামের একটি সেশনে অংশ নেন। এই ককাসের উদ্দেশ্য—আরব রাষ্ট্রগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রচেষ্টা।

যদিও সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, বিশেষ করে ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে, তবে বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দৃশ্যত দ্বিধান্বিত থাকলেও, পর্দার আড়ালে আলোচনা ও প্রতিনিধিত্ব চলছেই।

সাম্প্রতিককালে ইউরোপভিত্তিক একদল আরব ও মুসলিম ইমামদের সৌদি সফর এবং সেখানে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে তাদের সাক্ষাৎ আরও আলোচনার জন্ম দিয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গাজায় গণহত্যার অভিযোগ চলমান থাকা অবস্থায় এমন প্রতিনিধিত্ব সৌদি আরব ও সিরিয়ার অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে ফিলিস্তিনের সমর্থনে যারা বরাবর সরব থেকেছে, তাদের এমন কর্মকাণ্ড রাজনৈতিক দ্বিচারিতা বলে মনে করছেন অনেকে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে