ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

ভারতকে রুখতে পাকিস্তানের পাশে চীন

২০২৫ মে ২৭ ০৮:৫৪:৪৭
ভারতকে রুখতে পাকিস্তানের পাশে চীন

নিজস্ব প্রতিবেদক: কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ভারত ও পাকিস্তান অবশেষে যুদ্ধবিরোতিতে পৌঁছেছে। এতে সামরিক উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও নতুন করে ‍উদ্বেগ তৈরি হয়েছে অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে।

পাকিস্তান অভিযোগ করেছে, ভারত একতরফাভাবে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে।

শনিবার (২৬ মে) করাচিভিত্তিক Pakistan Institute of International Affairs (PIIA) আয়োজিত ‘ভারত-পাকিস্তান সংঘাত: কৌশলগত সম্ভাবনা’ বিষয়ক এক আলোচনায় এই বিষয়টি গুরুত্ব দিয়ে উঠে আসে।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে পিআইআইএ চেয়ারপার্সন ড. মাসুমা হাসান বলেন, “ভারত যদি পাকিস্তানের দিকে প্রবাহিত নদীর পানি আটকে দেয়, তবে চীনও ব্রহ্মপুত্র নদের পানির সরবরাহ ভারতকে বন্ধ করে দিতে পারে।” তিনি আরও বলেন, “বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই ২২ এপ্রিল পেহেলগামে হওয়া হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। এটি ভারতের গোয়েন্দা ব্যর্থতারই পরিচায়ক।”

ড. মাসুমা জানান, ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান ১৯৭২ সালের শিমলা চুক্তি স্থগিত করেছে। তিনি বলেন, “এই সংকট কেবল দুই দেশের মধ্যে নয়, বরং পুরো অঞ্চলের জন্যই এক ধরনের কৌশলগত হুমকি।”

সেমিনারে তরুণ গবেষক ও সহকারীরা পানিসম্পদ, গণমাধ্যম এবং কৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় নানা দিক তুলে ধরেন। তারা বলেন, পানির মতো স্পর্শকাতর বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুধু মানবিক বিপর্যয় নয়, আঞ্চলিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলে।

১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভারতের ছয়টি বড় নদীর পানি প্রবাহ নিয়ে দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা। দীর্ঘদিন ধরে তা টিকলেও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে চুক্তিটি এখন অনিশ্চয়তায় পড়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে