ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

যেসব পণ্যে আসছে নতুন করের ঝড়

২০২৫ মে ২৭ ১৬:২৯:০৭
যেসব পণ্যে আসছে নতুন করের ঝড়

নিজস্ব প্রতিবেদক: সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এইচএস কোডভিত্তিক ১৮৯টি আমদানি পণ্যে অগ্রিম আয়কর (AIT) আরোপ করতে যাচ্ছে। এতদিন এসব পণ্যে উৎসে কর ছিল না। কিন্তু নতুন উদ্যোগের ফলে এসব পণ্য আমদানির সময় ১ থেকে ২ শতাংশ হারে কর দিতে হবে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) জানিয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে কর পরিপালন বাড়ানো ও কর ছাড়ের সংস্কৃতি ধাপে ধাপে তুলে নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এনবিআর বলছে, এটি পণ্যের দামে প্রভাব ফেলবে না কারণ অগ্রিম কর পরে সমন্বয়যোগ্য। কিন্তু বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন, বাস্তবে এর প্রভাব বাজারে পড়বে।

এই তালিকায় রয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম এবং প্রযুক্তিপণ্য। যেমন:

খাদ্যপণ্য: আলু, পেঁয়াজ, চিনি, ছোলা, মসুর ডাল, ময়দা, ভুট্টা।

শিল্প কাঁচামাল: তুলা, মানবসৃষ্ট তন্তু, বিভিন্ন রাসায়নিক।

চিকিৎসা সরঞ্জাম: হুইলচেয়ার, এনজিওগ্রাফিক ক্যাথেটার, হিয়ারিং এইড।

তথ্যপ্রযুক্তি পণ্য: মনিটর, মডেম, রাউটার, অপারেটিং সিস্টেম, প্রিন্টার রিবন ইত্যাদি।

ভুটান থেকে আমদানিকৃত করমুক্ত ৩৩টি পণ্য (সরকার টু সরকার চুক্তির আওতায়)।

NBR-এর মতে, দীর্ঘদিন ধরে করছাড় থাকা এসব পণ্যে রাজস্ব বাড়াতে এবং করব্যবস্থা আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তারা দাবি করছে, এই কর পণ্যের মূল্য বাড়াবে না, কারণ এটি পরে সমন্বয়যোগ্য (ক্রেডিট হিসেবে হিসেব করা হয়)।

কিন্তু ব্যবসায়ীদের বক্তব্য ভিন্ন। তাদের মতে:

বাস্তবে কর ফেরত পাওয়া কষ্টসাধ্য।

পণ্যের দামে প্রভাব পড়ে, যা সরাসরি ভোক্তার ওপর চাপ ফেলে।

উৎপাদন খরচ বাড়ে, যা মুদ্রাস্ফীতিকে আরও উসকে দিতে পারে।

ফরিদ উদ্দিন (সাবেক সদস্য, এনবিআর)বলেন “আমদানি পণ্যে উৎস কর থাকা উচিত নয়। এতে পণ্যমূল্য বাড়বেই। শুধু রাজস্ব বৃদ্ধির জন্য এমন পদক্ষেপ নেয়া হচ্ছে, যা ব্যবসার জন্য ক্ষতিকর।”

স্নেহাশীষ বড়ুয়া (পরিচালক, এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস) বলেন “বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এটা ন্যূনতম কর হিসেবে ধরা হবে, ফলে তাদের খরচ বাড়বে। তবে শিল্প কাঁচামালের ক্ষেত্রে কিছুটা ছাড় মিলবে।”

আয়কর আইনের ১৫৫ ধারায় বলা হয়েছে, অগ্রিম কর ৪ কিস্তিতে পরিশোধযোগ্য (সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ, জুন)।

৫৩টি উৎসে কর সংক্রান্ত ধারা রয়েছে, যেগুলোর সবগুলোই কার্যত অগ্রিম কর হিসেবে ধরা হয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে