ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুখে স্ত্রীর অপ্রত্যাশিত হামলা

২০২৫ মে ২৬ ১৯:১০:০৭
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুখে স্ত্রীর অপ্রত্যাশিত হামলা

নিজস্ব প্রতিবেদক: ভিয়েতনাম সফরে গিয়ে অপ্রত্যাশিত এক দৃশ্যের মুখোমুখি হন সবাই। বিমান থেকে নামার আগমুহূর্তে স্ত্রী ব্রিগিট ম্যাক্রোঁ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মুখে প্রকাশ্যে এক ধাক্কা বা খামচি দেন। এ মুহূর্তটি ধরা পড়ে বার্তাসংস্থা এপির ক্যামেরায়।

বিমানবন্দরে নামার পরপরই ঘটে ঘটনাটি। ভিডিওতে দেখা যায়, বিমানের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ব্রিগিট সামনে আসেন এবং দুই হাতে ম্যাক্রোঁর মুখে চাপ দেন। প্রেসিডেন্ট কিছুটা বিব্রত হলেও দ্রুত নিজেকে সামলে হাত নাড়েন উপস্থিত কর্মকর্তাদের দিকে।

এই সময় ব্রিগিট বিমানের ভেতরেই ছিলেন, তাঁর প্রতিক্রিয়া বোঝা যায়নি। পরে দুজনকে একসঙ্গে নামতে দেখা গেলেও, আগের সফরের মতো এবার ব্রিগিট আর স্বামীর হাত ধরেননি—যা নজর এড়ায়নি সাংবাদিকদের।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে