ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে চরম অনিয়ম ফাঁস করল সিপিডি

২০২৫ মে ২৭ ১৫:৪১:১৬
শেয়ারবাজারে চরম অনিয়ম ফাঁস করল সিপিডি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সংকট চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

মঙ্গলবার (২৭ মে) সকালে ধানমণ্ডিতে সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৪-২৫ অর্থবছর অবস্থান (তৃতীয় পাঠ)’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করে ফাহমিদা খাতুন বলেন, বিভিন্ন সময়ে অবহেলা ও বাজার কারসাজির কারণে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সংকট চলমান রয়েছে। গত ১৬ বছরের শেয়ারবাজারে প্রকৃত মূল্য ৩৭ দশমিক ৬ শতাংশ কমেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন খাতে সংস্কার করা হচ্ছে। শেয়ারবাজার সংস্কারে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, কিন্তু সেখানে খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন শেয়ারবাজারে ৫টি বড় চ্যালেঞ্জ রয়েছে সেগুলো হলো:নিম্নমানের আইপিও, আর্থিক প্রতিবেদনে অনিয়ম, বিও অ্যাকাউন্টে স্বচ্ছতার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রশ্নবিদ্ধ আচরণ,সেকেন্ডারি মার্কেটে কারসাজি।

এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন। গত ৯ মাসে ডিএসইতে বিভিন্ন সূচকের ওঠানামা দেখা গেছে। সূচক ধারাবাহিকভাবে নিম্নমুখী ছিল, যদিও হঠাৎ করে তা ৬ হাজার পয়েন্ট অতিক্রম করে। অভ্যন্তরীণ লেনদেনে কারসাজি অব্যাহত রয়েছে, যার ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন দুর্বল নজরদারি, প্রযুক্তির সঠিক ব্যবহার না হওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে শেয়ারবাজার শক্তিশালী হতে পারছে না।

ব্যাংকিং খাতে সুশাসন আনতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা এবং বেসরকারি ব্যাংকগুলোর পরিচালনা বোর্ডের জবাবদিহিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

মিডিয়া ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে