ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

ভারতকে কঠোর সতর্কবার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ মে ২৭ ১৩:১০:২৮
ভারতকে কঠোর সতর্কবার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি ভারতকে আহ্বান জানিয়েছেন, সীমান্তে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ‘পুশইন’ বন্ধ করে তাদের সঠিক এবং আইনি চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানো উচিত। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি নেই এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২৭ মে) রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ১৪তম ব্যাচ ডেপুটি জেলার ও ৬২তম ব্যাচ মহিলা কারারক্ষীদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, কারাগারে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে কারাবন্দীরা নিজেদের উপার্জন থেকে সংসারের ব্যয় নির্বাহ করতে পারবে। পাশাপাশি কারাগারের নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির কথাও তুলে ধরে বলেন, দ্রব্যমূল্য বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি সরকারের সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার চলমান পদক্ষেপগুলোর ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে পুশইন কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, দেশে অবৈধ পুশইন বন্ধে বিজিবি কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট সকল পর্যায় বিষয়টি সম্পূর্ণভাবে অবগত। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী, সীমান্তের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে, তার বাইরে কোনো প্রয়োজনে যাওয়া যায় না।

তিনি আশ্বাস দেন, এই পরিস্থিতিতে বিজিবি বিষয়টি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে