ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি তিন ভাগের এক ভাগে নামল

২০২৫ মে ২৭ ২১:৫৫:১৭
বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি তিন ভাগের এক ভাগে নামল

নিজস্ব প্রতিবেদক: নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং শেয়ারবাজারে অংশগ্রহণ আরও সহজ করতে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি উল্লেখযোগ্য হারে কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বর্তমানে যা ৪৫০ টাকা, সেটি কমিয়ে মাত্র ১৫০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৫৬তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা-পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমিয়ে আনার বিষয়ে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তও হয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তির বিষয় হয়ে উঠবে। কারণ এতে শেয়ারবাজারে প্রবেশের খরচ কমে আসবে, যা নতুন ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে। এতে করে বাজারে বিনিয়োগকারীর সংখ্যা যেমন বাড়বে, তেমনি বাজারের লেনদেন এবং তারল্যও বৃদ্ধি পাবে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক। এটি শেয়ারবাজারে অন্তর্ভুক্তির বিস্তার ঘটাবে এবং দীর্ঘমেয়াদে বাজারকে আরও গতিশীল ও স্থিতিশীল করে তুলবে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে