ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

জয়শঙ্করের পরে মোদির ঝাঁজালো হুঁশিয়ারি

২০২৫ মে ২৭ ১১:৩৬:৫৫
জয়শঙ্করের পরে মোদির ঝাঁজালো হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: গুজরাটের ভুজে এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে সন্ত্রাসবাদ বন্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন,"শান্তিপূর্ণ জীবন যাপন করো, তোমাদের রুটি তোমরা খাও—নাহলে আমার বুলেট প্রস্তুত রয়েছে!"

তিনি বলেন, পাকিস্তানি জনগণই একমাত্র পারে দেশের সন্ত্রাসবাদ বন্ধ করতে।"তোমরা (পাকিস্তানিরা) সন্ত্রাস করে কী পেয়েছো? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি। তোমরা কোথায়?"

মোদি আরও বলেন, পাকিস্তান যদি সত্যিই পরিবর্তন চায়, তবে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বলেন, পাকিস্তানে সন্ত্রাস যেন "উন্মুক্ত বাণিজ্যে" পরিণত হয়েছে। সন্ত্রাসীরা সেখানে প্রকাশ্যে ঘোরাফেরা করে, আর দেশটির সরকার ও সেনাবাহিনী তাদের পৃষ্ঠপোষকতা করে।

অপারেশন সিঁদুর-এর প্রসঙ্গ তুলে মোদি বলেন,"যদি কেউ আমাদের মেয়েদের সিঁদুর মুছে ফেলার সাহস দেখায়, তবে তার ধ্বংস অবশ্যম্ভাবী!"

তিনি জানান, এই অভিযান কেবল সামরিক নয়, বরং ভারতের মূল্যবোধ ও আবেগের প্রতিফলন।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে