ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

‘সচিবরা জুলাইয়ের বিরুদ্ধে নেমেছেন, কপালে শনি আছে’

২০২৫ মে ২৭ ১৪:২১:২৯
‘সচিবরা জুলাইয়ের বিরুদ্ধে নেমেছেন, কপালে শনি আছে’

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তারা জানিয়ে দিয়েছেন, সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার উদ্যোগ না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়জুড়ে দুপুরের পর বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভের একপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে অবস্থান নেন, যার ফলে ১, ২ ও ৪ নম্বর গেট বন্ধ করে দেয় আইন-শৃঙ্খলা বাহিনী।

এই আন্দোলন নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে চাকরি আইনের কাঙ্ক্ষিত সংস্কারের বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখছেন।

এ বিষয়ে জাতীয় নাগরিক আন্দোলন (এনসিপি)-এর নেতা রিফাত রশীদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে মন্তব্য করেছেন, "সচিবরা যদি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেন, সেটি একটি সিভিল ক্যু হিসেবে বিবেচিত হতে পারে। এমন হলে পরিণতি ভালো হবে না।"

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একই বিষয়ে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “জনগণের স্বার্থকে উপেক্ষা করে যেসব কর্মকর্তা সচিবালয়ে সংস্কারের পথে বাধা দিচ্ছেন, তাদের বিষয়ে দেশবাসী সচেতন রয়েছে। ৫ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে সরকারবিরোধী অবস্থান বজায় রাখলে, তাদের পরিণতিও নেতিবাচক হতে পারে।”

সরকারি চাকরি আইন সংশোধনের বিষয়ে চলমান এই অস্থিরতা ও প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্দোলনরত কর্মচারীরা দাবি আদায়ে অনড় অবস্থানে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে