ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

সিডিবিএলকে শেয়ারবাজারে আনতে চায় ডিবিএ, শীর্ষ তিন সংস্থায় চিঠি

২০২৫ মে ২৭ ১৫:০৫:২২
সিডিবিএলকে শেয়ারবাজারে আনতে চায় ডিবিএ, শীর্ষ তিন সংস্থায় চিঠি

নিজস্ব প্রতিবেদক: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-কে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও শেয়ারবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপ চেয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের স্বাক্ষরিত চিঠিটি সম্প্রতি ড. আনিসুজ্জামান চৌধুরীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যানের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সিডিবিএল ২০০০ সালের ২০ আগস্ট প্রতিষ্ঠিত হয় এশীয় উন্নয়ন ব্যাংকের কারিগরি সহায়তায়। এতে রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, তালিকাভুক্ত কোম্পানি, বীমা প্রতিষ্ঠান এবং উভয় স্টক এক্সচেঞ্জের যৌথ অর্থায়নে গঠিত হয় প্রতিষ্ঠানটি। এসব প্রতিষ্ঠান স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে এর মালিকানায় যুক্ত।

সিডিবিএলের লক্ষ্য ছিল দেশের পুঁজিবাজারে পেপারভিত্তিক ব্যবস্থা বিলুপ্ত করে ইলেকট্রনিক সিকিউরিটিজ ব্যবস্থার মাধ্যমে আধুনিকীকরণ, কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা আনা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি মুনাফাকেন্দ্রিক উদ্দেশ্য ছাড়াই স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষা। এছাড়া ভবিষ্যতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও ছিল উদ্দেশ্যের মধ্যে।

কিন্তু ২৫ বছর পার হলেও এখনো সিডিবিএল তালিকাভুক্ত হয়নি, বরং অতালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবেই কাজ করছে, যা প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক। অথচ এর উল্লেখযোগ্য আয়ের উৎস হচ্ছে শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিগণ—যেমন ইস্যুয়ার কোম্পানি, ব্রোকার, কাস্টোডিয়ান ও বিনিয়োগকারী।

এই প্রেক্ষাপটে, সিডিবিএল যেন দ্রুত তালিকাভুক্ত হয় এবং বাজার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে ডিবিএ কর্তৃপক্ষ শেয়ারবাজার উন্নয়ন কমিটি, বিএসইসি ও ডিএসই’র সময়োপযোগী হস্তক্ষেপ কামনা করেছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে