ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

মুসলিমদের কাছে অমিত শাহর ক্ষমা চাওয়ার সত্যতা

২০২৫ মে ২৭ ১১:২২:৩৮
মুসলিমদের কাছে অমিত শাহর ক্ষমা চাওয়ার সত্যতা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ-পাকিস্তানের নাম উল্লেখ করে ভারতের মুসলিমসহ সকলের কাছে ক্ষমা চাইলেন” শীর্ষক একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়েছে। ভিডিওতে অমিত শাহের কণ্ঠে দাবি করা হয়, তিনি ভারতের মুসলিমদের ওপর অত্যাচার, পাকিস্তানের বিরুদ্ধে বিষবাষ্প ছড়ানো ও বাংলাদেশের মানুষের অবমাননা করেছেন এবং এ জন্য ক্ষমা প্রার্থনা করছেন।

তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে প্রকাশিত হয়েছে যে, এই ভিডিওটি মিথ্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অমিত শাহের কণ্ঠ নকল করে তৈরি করা হয়েছে।

ভিডিওতে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা এবং রিভার্স ইমেজ সার্চে কোন নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডিপফেক শনাক্তকরণ টুল ‘Sensity’ বিশ্লেষণে ভিডিওটি ভুয়া হওয়ার সম্ভাবনা ৮১% এবং ‘Face Manipulation’ এর সম্ভাবনা ৯০% হিসেবে ধরা পড়েছে।

অন্য ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ‘ডিপফেক-ও-মিটার’ এর চারটি মডেল বিশ্লেষণেও ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হওয়ার সম্ভাবনা ৭০%-এর বেশি। বিশেষ করে ‘Lip-synced Deepfake Detection’ মডেলের মতে, এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০%।

এছাড়া, এআই ভিত্তিক কনটেন্ট যাচাইকারী ‘হাইভ মডারেশন’ও ভিডিওটিকে ডিপফেক বা এআই প্রযুক্তিতে তৈরি বলে চিহ্নিত করেছে।

অতএব, এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর; অমিত শাহ এমন কোনো ক্ষমা প্রার্থনার বক্তব্য দেননি।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে