ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

সাঈদী-সাকা চৌধুরীকে নিয়ে সারজিস আলমের স্ট্যাটাস ভাইরাল

২০২৫ মে ২৭ ১৬:৩৯:০০
সাঈদী-সাকা চৌধুরীকে নিয়ে সারজিস আলমের স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতের রায়ে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।

এই রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন,“মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজ মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে যারা মিথ্যা মামলায় প্রাণ হারিয়েছেন, তাদের কথা মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদীও আজকের দিনের মতো ফিরে আসতে পারতেন।”

তিনি আরও লেখেন,“যাদের সুযোগ হয়েছে এই মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন এই সৌভাগ্য ও দায়িত্বের খেয়ানত না করে।”

উল্লেখ্য, এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের প্রথম রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে রাজনৈতিক পরিবর্তনের পর বিচারিক প্রক্রিয়ায় নানা অনিয়ম সামনে আসতে থাকলে আদালত এ রায় বাতিল করে।

গত বছরের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে ক্ষমতাসীন সরকারের পতনের পর থেকে পূর্ববর্তী সরকারের সময় করা অনেক মামলা ও সাজা পুনর্মূল্যায়নের আওতায় আনা হয়। সেই ধারাবাহিকতায় অভিযোগমুক্ত হলেন এটিএম আজহার।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে