ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

নিজের মন্ত্রণালয় নিয়েই ‘অসহায়’ মৎস্য উপদেষ্টা

২০২৫ মে ২৭ ১৫:৪৬:৫৪
নিজের মন্ত্রণালয় নিয়েই ‘অসহায়’ মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার হাওড়-বাওড় ইজারা ও ব্যবস্থাপনা নিয়ে নিজের মন্ত্রণালয়ের সীমাবদ্ধতা প্রকাশ করে অসহায়ত্বের কথা জানিয়েছেন। তিনি বলেন, “এটা আমার নিজের মন্ত্রণালয়, তবুও এখানে আমাদের হাত-পা বাঁধা।”

মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় জেলে সম্প্রদায় এবং বাওড় এলাকার মৎস্যজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “আমি খুব অবাক হই। এটা আমার নিজের মন্ত্রণালয় হওয়া সত্ত্বেও, আমাদের অনেক সময় আপনাদের মতোই অসহায় লাগে। আমরা জেলেদের জন্য কাজ করি, কিন্তু হাওড়-বাওড়ের মালিকানা পড়ে থাকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে। তারা যখন ইজারা দেয়, আমরা তখন কাতর হয়ে বলি—এটা আমাদের দেন।”

ফরিদা আখতার জানান, “জাল যার, জলা তার” নীতিকে সামনে রেখে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “আমি ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে কথা বলব। আমাদের লক্ষ্য, প্রকৃত জেলেদের হাতেই হাওড়-বাওড়ের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “এই দায়িত্ব শুধু সরকারের নয়, সামাজিক এবং রাজনৈতিক পক্ষগুলোকেও একসঙ্গে কাজ করতে হবে।”

“বাওড়পাড়ের বাসিন্দাদের কাছে বাওড়ের প্রকৃত মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করতে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা চাই তারা সচ্ছল হোক, আত্মনির্ভর হোক।”

সভায় যোগ দেওয়ার আগে উপদেষ্টা ফরিদা আখতার বলুহর বাওড় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, মজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেনসহ অন্যান্য স্থানীয় প্রতিনিধি ও কর্মকর্তারা।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে