ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

নতুন দিগন্তে দেশের শেয়ারবাজার: আসছে কমোডিটি ডেরিভেটিভ

২০২৫ মে ২৭ ২০:০৪:১৯
নতুন দিগন্তে দেশের শেয়ারবাজার: আসছে কমোডিটি ডেরিভেটিভ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বৈচিত্র্য ও আধুনিকায়নের পথে এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর প্রস্তাবিত ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কমোডিটি ডেরিভেটিভ রেগুলেশন, ২০২৫’ প্রবিধানমালা অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরফলে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে সিএসই এখন আনুষ্ঠানিকভাবে কমোডিটি মার্কেট অপারেশন চালু করতে পারবে।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রবিধানমালা অনুমোদনের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারে প্রথমবারের মতো ডেরিভেটিভ পণ্যের লেনদেন শুরু হবে, যা বিনিয়োগের ক্ষেত্রকে বৈচিত্র্যময় করার পাশাপাশি বাজারকে আরও উন্নত ও আধুনিক করে তুলবে। একইসঙ্গে এটি দেশের শেয়ারবাজারের জন্য একটি ঐতিহাসিক ও কাঙ্ক্ষিত মাইলফলক বলে উল্লেখ করা হয়েছে।

বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের শেয়ারবাজার আন্তর্জাতিক প্রেক্ষাপটে আরও একধাপ এগিয়ে গেলো। কমোডিটি ডেরিভেটিভ মার্কেট চালুর ফলে বিনিয়োগকারীরা পণ্যভিত্তিক ভবিষ্যত চুক্তিতে লেনদেনের সুযোগ পাবেন, যা শুধু ঝুঁকি ব্যবস্থাপনাই নয়, বরং নতুন বিনিয়োগ চ্যানেলও খুলে দেবে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরেই দেশের শেয়ারবাজারে ডেরিভেটিভ চালুর বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে সিএসই’র উদ্যোগ এবং বিএসইসির অনুমোদনের মাধ্যমে সেই প্রত্যাশার বাস্তবায়ন শুরু হলো। এই পদক্ষেপের ফলে বাংলাদেশ শেয়ারবাজার আন্তর্জাতিক মানের আরও কাছাকাছি পৌঁছাবে এবং বাজারে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে