ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

স্ত্রীর থাপ্পড় খেয়ে যা বললেন ফরাসি প্রেসিডেন্ট

২০২৫ মে ২৭ ১২:২৭:৩৯
স্ত্রীর থাপ্পড় খেয়ে যা বললেন ফরাসি প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এ নিয়ে বিভিন্ন সমালোচনা ও কটাক্ষের মাঝে অবশেষে নিজেই এ বিষয়ে মুখ খুলেছেন ম্যাক্রোঁ।

হ্যানয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ভিডিওতে আমি আমার স্ত্রীকে মজা করছিলাম, কিন্তু কেউ সেটা নিয়ে একটি ভূ-রাজনৈতিক বিপর্যয় তৈরি করেছেন। ভিডিওগুলো বাস্তব হলেও অনেক সময় বিকৃতভাবে ব্যবহৃত হয়। কিন্তু এর থেকেও ভয়ংকর হলো এই ভিডিওগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা।”

ভিডিওতে দেখা গেছে, ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে ম্যাক্রোঁ বিমানের দরজার পাশে দাঁড়িয়ে হাসিমুখে নামার চেষ্টা করছেন। ঠিক তখনই লাল পোশাক পরিহিত এক নারী তার মুখে থাপ্পড় দেয়। ঘটনাটি দেখে ম্যাক্রোঁ চমকে যান এবং দ্রুত ক্যামেরা আড়াল করার চেষ্টা করেন। এরপর বিমান থেকে নেমে আসেন তিনি ও তার স্ত্রী ব্রিজিত। ভিডিওতে বোঝা যায়, হাত বাড়ানোর সময় ব্রিজিত সেই অস্বীকৃতি জানান।

প্রথমে প্রেসিডেন্ট কার্যালয় ভিডিওটির সত্যতা অস্বীকার করলেও পরে ফরাসি বিভিন্ন সংবাদমাধ্যম এটি সঠিক ভিডিও হিসেবে নিশ্চিত করেছে।ম্যাক্রোঁর এ মন্তব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে