ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

সাম্য হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল ডিএমপি

২০২৫ মে ২৭ ১৯:৩৭:১৫
সাম্য হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে সোহরাওয়ার্দী উদ্যানে কেন হত্যা করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, সাম্যকে খুনের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে।

গত ১৩ মে রাত ১১টা ৪৫ মিনিটে সাম্য ও তার দুই বন্ধু মোটরসাইকেলে সোহরাওয়ার্দী উদ্যানে যান। সেখানে এক মাদক কারবারি রাব্বীর হাতে থাকা একটি 'ট্রেজার গান' (ইলেকট্রিক ডিফেন্স ডিভাইস) দেখে আগ্রহ প্রকাশ করেন সাম্য। এ নিয়ে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে রাব্বী সাম্যকে সুইচ গিয়ার ছুরি দিয়ে আঘাত করে।

গ্রেপ্তার আটজন হলেন:রাব্বী, মেহেদী, পাভেল, রিপন, সোহাগ, রবিন, হৃদয় ও সুজন সরদার।তাদের মধ্যে মেহেদী ছিল মূল সংগঠক এবং সুইস গিয়ার সরবরাহকারী। তার নির্দেশেই ঘটনার দিন কালো ব্যাগে করে ছুরি এনে বাকিদের হাতে তুলে দেওয়া হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে তিনটি মাদক চক্র সক্রিয় রয়েছে। একটি গ্রুপ পরিচালনা করত মেহেদী, যার সদস্যরাই এই হত্যাকাণ্ডে জড়িত। এই এলাকা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে।

ডিবি জানায়, ঘটনাটি তাৎক্ষণিক ও উত্তেজনার ফল হলেও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে এটি পরিকল্পিত ছিল কি না। মূল আসামিদের রিমান্ডে এনে হত্যার মোটিভ আরও স্পষ্টভাবে উদঘাটনের চেষ্টা চলছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে