ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

টাক ঢাকতে গিয়ে যেভাবে মৃত্যু দুই প্রকৌশলীর

২০২৫ মে ২৭ ০৮:১৬:৫৩
টাক ঢাকতে গিয়ে যেভাবে মৃত্যু দুই প্রকৌশলীর

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর প্রদেশের কানপুরে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই প্রকৌশলী—বিনীত কুমার দুবে ও প্রমোদ কাটিয়ার। অস্ত্রোপচারের ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের মৃত্যু হয়। অভিযুক্ত চিকিৎসক অনুস্কা তিওয়ারি একজন ডেন্টিস্ট হলেও নিজেই এই জটিল অস্ত্রোপচার পরিচালনা করেন।

নিহত বিনীতের স্ত্রী জয়া ত্রিপাঠী জানান, ১৩ মার্চ তার স্বামীর অস্ত্রোপচার হয়। পরদিন মুখ ফুলে যাওয়ার খবর জানানো হয়, তবে চিকিৎসকের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন। রাত ১১টার দিকে একবার যোগাযোগ হলে চিকিৎসক স্বীকার করেন, কোনো মেডিকেল টেস্ট ছাড়াই তিনি অস্ত্রোপচারটি করেছেন। ১৫ মার্চ তার স্বামীর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে পুলিশ গুরুত্ব না দিলেও পরে মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্রে অভিযোগ করার পর তদন্ত শুরু হয়।

সরকারি কৌঁসুলি জানান, অভিযুক্ত অনুস্কা তিওয়ারি চিকিৎসা পদ্ধতির বাইরে গিয়ে অস্ত্রোপচার করেছেন, যা গুরুতর অপরাধ। তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে