ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

জুলাইযোদ্ধাদের বিষপান নিয়ে যা বলল উপ-প্রেসসচিব

২০২৫ মে ২৭ ১৯:৪৯:৫২
জুলাইযোদ্ধাদের বিষপান নিয়ে যা বলল উপ-প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক: চারজন জুলাইযোদ্ধা আদৌ বিষপান করেছেন কি না, তা নিশ্চিত হতে সরকারি পর্যায়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “উনারা সত্যিই বিষপান করেছেন কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। সরকারিভাবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে— তারা যেটি পান করেছেন সেটি আসলে বিষ ছিল কি না।”

আজাদ মজুমদার আরও বলেন, “আমরা জানি, দীর্ঘদিন ধরে কেউ চিকিৎসাধীন থাকলে বা সংকটময় অবস্থায় থাকলে হতাশা সৃষ্টি হতে পারে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে তাদের যথাযথ মানসিক সাপোর্ট দেওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে আরও যত্নবান হবেন বলে আমরা বিশ্বাস করি।”

প্রসঙ্গত, গত রোববার (২৫ মে) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চারজন আহত জুলাইযোদ্ধা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর প্রকাশ হয়। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান এবং পর্যবেক্ষণে রাখেন।

সরকারি সূত্র মতে, বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে এবং নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে