ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

‘আলিম নামের জালিম থেকে বাঁচান’: আকুতি চিত্রনায়িকার

২০২৫ মে ২৫ ২৩:১৬:৩২
‘আলিম নামের জালিম থেকে বাঁচান’: আকুতি চিত্রনায়িকার

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপি আবারও গণমাধ্যমের মনোযোগের কেন্দ্রবিন্দুতে, তবে এবার কোনো চলচ্চিত্র নয়, বাস্তব জীবনের লড়াই নিয়ে। ধর্মীয় জীবনে প্রবেশ, বিয়ে এবং সাম্প্রতিক পারিবারিক সংকট—সব মিলিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি।

এক দশক আগে হ্যাপি রূপালি পর্দায় যেমন দর্শকদের মুগ্ধ করেছিলেন, এখন সামাজিক মাধ্যমে তার পোস্টগুলো যেন এক অসহায় নারীর জীবনসংগ্রামের বাস্তব প্রতিচ্ছবি। সাবেক স্বামী মুফতি মোহাম্মদ তালহার বিরুদ্ধে শারীরিক নির্যাতন, একাধিক বিয়ে ও সন্তান নিয়ে হুমকির অভিযোগ এনেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেইজে একটি আবেগঘন পোস্টে হ্যাপি লেখেন, “এই দেশে কি কোনো হক্কানী ওলামা নেই? আমাকে একজন জালিম আলেমের হাত থেকে বাঁচান আল্লাহর ওয়াস্তে!” তিনি অভিযোগ করেন, অতীতকে পুঁজি করে অনেকে তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন না, বরং অবজ্ঞা করছেন।

তার ভাষ্যে উঠে এসেছে স্বামীর আর্থিক চাপ, সন্তানকে নিয়ে ভয় দেখানো এবং তালাকের হুমকির বিষয়। হ্যাপি বলেন, “আমি তার চরিত্র জানি। আমি কোনোভাবেই এমন একজনের হাতে আমার সন্তান তুলে দিতে পারি না।”

আইনি পদক্ষেপ নিলেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। যৌতুক মামলা দায়েরের ব্যাখ্যা দিয়ে তিনি জানান, সন্তানকে নিরাপদ রাখতে এটাই ছিল তার একমাত্র উপায়।

অভিনয় ক্যারিয়ারে হ্যাপি কাজ করেছেন ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘রিয়েলম্যান’, ‘ছন্দপতন’সহ একাধিক চলচ্চিত্রে। তবে সিনেমার রঙিন দুনিয়া থেকে সরে এসে তিনি এখন জীবনযুদ্ধে লড়াইরত এক মা, এক নারী—নিজ সন্তানের ভবিষ্যৎ ও নিজের মর্যাদার জন্য অবিরত সংগ্রামে।

আনিস/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে