ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

গোপালগঞ্জে এনসিপি-র পদযাত্রা নিয়ে তোলপাড়

২০২৫ জুলাই ১৬ ১১:০৪:৪০
গোপালগঞ্জে এনসিপি-র পদযাত্রা নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ (১৬ জুলাই) গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা করবে দলটি। সকাল ১১টায় এ কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন:"১৬ জুলাই... মার্চ টু গোপালগঞ্জ।"

এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম হয়েছে।

দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমও এ বিষয়ে পরপর তিনটি ফেসবুক পোস্ট দেন। প্রথম পোস্টে তিনিও আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করে লেখেন:"আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।"

পরবর্তী এক পোস্টে তিনি লিখেন:"বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।"

তার সর্বশেষ পোস্টে তিনি দাবি করেন:"আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে। জেলার নাম দিয়ে আর বৈষম্য চলবে না।"

তিনি আরও বলেন:"গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়—গোপালগঞ্জ বাংলাদেশের।"

উল্লেখ্য, পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করে আসছে এনসিপি। বিভিন্ন জেলা ঘুরে এই দলটি সামাজিক ন্যায়বিচার ও প্রশাসনিক স্বচ্ছতার দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করছে।

গোপালগঞ্জে এনসিপির আজকের পদযাত্রা ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক বিশ্লেষকরা পরিস্থিতির দিকে নজর রাখছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে