ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

হামলার মধ্যেও রাজপথে নাহিদের বিপ্লবী আহ্বান

২০২৫ জুলাই ১৬ ১৮:১৩:২৪
হামলার মধ্যেও রাজপথে নাহিদের বিপ্লবী আহ্বান

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে চলমান অবরোধ (ব্লকেড) কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে রাজপথে অবস্থান ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার কথা স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে জানান,"ব্লকেড সরিয়ে নিন। রাজপথের এক পাশে অবস্থান করুন। লড়াই চলবে।" —নাহিদ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী আরেকটি পোস্টে লেখেন, "ব্লকেড উঠিয়ে নিন, রাজপথে অবস্থান নিন।"

দলের নেতারা জানিয়েছেন, ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি চলাকালে পরিকল্পিতভাবে হামলার মাধ্যমে তাদের আন্দোলন দমন করার চেষ্টা হয়েছে। কিন্তু এনসিপি নেতাকর্মীরা রাজপথ ছাড়বেন না, বরং রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে।

এনসিপি জুলাই মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। আজ বুধবার সেই কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রার আয়োজন ছিল।

সকালে গোপালগঞ্জ সদরে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে গোপালগঞ্জ পুলিশ।

দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশে ফের হামলা হয়। ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মঞ্চে ভাঙচুর চালায় এবং এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পুলিশি সহায়তায় এনসিপির নেতারা এলাকা ত্যাগ করেন।

পরে পুলিশি নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম, সারজিস আলম ও আখতার হোসেন বক্তব্য রাখেন। তবে সমাবেশ শেষে মাদারীপুর রওনা দিতে গিয়ে ফের হামলার শিকার হন তারা। পরিস্থিতির অবনতিতে এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন।

হামলাকারীরা এ সময় সমাবেশ মঞ্চ ও আশপাশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়। প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। চার প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে