ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

৫৯ কোটির তথ্য শুনে অস্বীকার দীপু মনির

২০২৫ জুলাই ১৬ ১৮:৩৭:০৯
৫৯ কোটির তথ্য শুনে অস্বীকার দীপু মনির

নিজস্ব প্রতিবেদক: আয়-অবহির্ভূত সম্পদের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাকে গ্রেফতার দেখান।

আদালতের একরাতে দীপু মনি বলেন,“আমার সব মিলিয়ে ৬‑৭ কোটি টাকার সম্পদ আছে। যেটা এখন দেখানো হচ্ছে, তা আমার নয়।”তিনি আরও দাবি করেন তার রিটার্নে সম্পত্তির সব বিবরণ রয়েছে এবং জানা মাত্র তার ২৮টি নয়, ৬টি ব্যাংক অ্যাকাউন্ট আছে।

দুদকের অভিযোগের প্রতিবাদে দীপু মনি বলেন,“যে তথ্য-উপাত্তে মামলা করা হয়েছে, তার ব্যাখ্যা চাই। ১১ মাস জেলে আছি, আইনজীবীর সঙ্গেও কথা বলার সুযোগ কম পেয়েছি।”

শুনানির শেষে আদালত তাকে গ্রেফতার দেখান। পুলিশ তাকে হেলমেট পরিয়ে হাজতে নিয়ে যায়।

১১ ফেব্রুয়ারি দুদক মামলা দায়ের করে, অভিযোগে বলা হয়:

দীপু মনি বৈধভাবে অর্জিত ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার সম্পদ থাকে,

তার নামে ২৮টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকার লেনদেন ধরা পড়ে।

স্বামী তৌফীক নাওয়াজের বিরুদ্ধে অবৈধভাবে ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আছে।

দুদক অভিযোগ করে তারা ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন।

ডা. দীপু মনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী। ২০০৮ সাল থেকে চাঁদপুর‑৩ আসনের সংসদ সদস্য এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমাজকল্যাণ মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে