ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

গোপালগঞ্জে হামলা নিয়ে সরকারি বিবৃতিতে সরাসরি অভিযোগ

২০২৫ জুলাই ১৬ ১৮:০০:৫৫
গোপালগঞ্জে হামলা নিয়ে সরকারি বিবৃতিতে সরাসরি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৬ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ হামলাকে ‘অত্যন্ত লজ্জাজনক’ এবং ‘গভীর উদ্বেগজনক’ হিসেবে আখ্যা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, “আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তরুণদের বিপ্লবী আন্দোলনের এক বছরপূর্তিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার হরণ করা হয়েছে—যা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।”

এতে আরও উল্লেখ করা হয়, এনসিপির নেতাকর্মী, পুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং অনেককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, এ হামলা আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীদের দ্বারা সংঘটিত হয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। “বাংলাদেশে কোনো নাগরিকের ওপর এমন বর্বর সহিংসতার স্থান নেই,”—বলা হয় বিবৃতিতে।

সরকার সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করে বলেছে, হুমকি ও ভয়ের মধ্যেও যারা সাহসিকতা ও দৃঢ় মনোভাবে পদযাত্রা অব্যাহত রেখেছেন, সেই শিক্ষার্থী ও সাধারণ জনগণের প্রতি জানানো হচ্ছে গভীর শ্রদ্ধা।

বিবৃতির শেষাংশে বলা হয়, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই—বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই। অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে, এবং দোষীদের ছাড় দেওয়া হবে না।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে