ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

২০২৫ জুলাই ১৬ ১২:১৯:৩৪
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ইন্টারনেটের দাম কমানো এবং গতি বাড়ানো নিয়ে আশার কথা শুনিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, সরকার ইতোমধ্যেই এই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিকল্পনা রয়েছে, যা দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করে তুলবে।

বুধবার (১৬ জুলাই) সকালে আয়োজিত সামিটে অংশ নিয়ে ফয়েজ আহমদ বলেন—“আমরা ইন্টারনেটের গতি বাড়াতে এবং খরচ কমাতে কাজ করছি। একইসঙ্গে জাতীয় এআই পলিসি, ডেটা গভর্নেন্স অ্যাক্ট, এবং টেলিকমিউনিকেশন আইনকে সময়োপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

ইন্টারনেট স্পিড ও দাম: দ্রুত গতির ইন্টারনেট সহজলভ্য করতে কাজ চলছে অপটিক্যাল ফাইবার বিস্তার এবং আইএসপি নীতিমালার পুনর্বিন্যাস নিয়ে।

ডেটা নিরাপত্তা: ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন প্রণয়নাধীন, যা জনগণের ডেটা সুরক্ষাকে অগ্রাধিকার দেবে।

আইন ও নীতিমালা হালনাগাদ: টেলিযোগাযোগ আইন ও আইসিটি আইন যুগোপযোগী করা হচ্ছে।

পেমেন্ট ইকোসিস্টেম: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

ন্যাশনাল এপিআই হাব ও ক্লাউড সক্ষমতা: সরকারি সেবাকে আরও দ্রুত ও সংযুক্ত করতে এই অবকাঠামো তৈরি করা হচ্ছে।

ফয়েজ আহমদ বলেন,“সরকারি অফিসে এখনো অনেক ক্ষেত্রেই শুধু অনলাইনে আবেদন করা যায়, কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হয়—এটা ডিজিটালাইজেশন নয়। সেবা বাস্তবায়নে কার্যকর ডিজিটাল ব্যবস্থার উন্নয়নই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, সিটি করপোরেশনগুলোর ফ্রন্ট ডেস্ক পরিষেবাকে ডিজিটাল ও সক্রিয় করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান সরকার যেসব উদ্যোগ নিচ্ছে তা অন্তর্বর্তীকালীন, তবে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকারও এই প্রযুক্তি-ভিত্তিক সংস্কার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

ইন্টারনেট ও প্রযুক্তি খাতে এসব সংস্কার বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজতর হবে এবং অর্থনীতির ডিজিটাল রূপান্তর আরও গতিশীল হবে বলে আশা করা যাচ্ছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে