ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

এবার শাকিব খানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া

২০২৫ জুলাই ১৩ ১৫:৪৯:৪৬
এবার শাকিব খানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীর–এর জীবনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে আলোচিত একটি সিনেমা, যেখানে শাকিব খানকে দেখা যাবে এই ভয়ঙ্কর চরিত্রে। আর তার বিপরীতে বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অভিনয় করতে পারেন—এমন গুঞ্জনেই তোলপাড় সিনে অঙ্গন।

দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান নতুন এক নারী প্রযোজকের হাত ধরে নির্মাণ করতে যাচ্ছে ছবিটি। এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি, তবে ২০২৬ সালের ঈদুল ফিতর-এ মুক্তির লক্ষ্যে কাজ এগোচ্ছে। নির্মাণের দায়িত্বে থাকছেন আবু হায়াত মাহমুদ এবং চিত্রনাট্য লিখছেন মেজবাউদ্দিন সুমন।

প্রযোজক ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শাকিব খানের সঙ্গে পারিশ্রমিক ও অন্যান্য বিষয় প্রাথমিকভাবে চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।

গুঞ্জন রয়েছে, ছবির বাজেট যেহেতু বড়, তাই কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার আগ্রহ রয়েছে নির্মাতাদের। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, এটি নিছক গুঞ্জন হলেও অনেকেই বলছেন—এটি বাস্তবায়িত হলে হবে বাংলা সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা।

কালা জাহাঙ্গীর ছিলেন নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক আলোচিত ও ভয়ংকর মুখ। তার অপরাধজগতের উত্থান, রাজনৈতিক যোগাযোগ, এবং শেষ পরিণতি—সব মিলিয়ে রয়েছে একটি সিনেম্যাটিক গল্প। সেই বাস্তব গল্পকেই বড়পর্দায় তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা।

শাকিব খানের পাশাপাশি আরও কে কে থাকছেন এ সিনেমায়, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা বা প্রযোজক। তবে সিনেমাটি ঘিরে উত্তেজনা এরই মধ্যে তুঙ্গে। যদি প্রিয়াঙ্কার অভিনয়ের বিষয়টি নিশ্চিত হয়, তাহলে এটি হবে বাংলাদেশ-ভারতের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম বহুল আলোচিত ও উচ্চাভিলাষী যৌথ উদ্যোগ।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে