ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

অপু বিশ্বাসের বোরকা পরার কারণ প্রকাশ

২০২৫ জুলাই ১৪ ১১:৫৯:২৫
অপু বিশ্বাসের বোরকা পরার কারণ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: হত্যাচেষ্টার মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস রবিবার আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদালতে হাজিরা দিতে গিয়ে অপু বিশ্বাসকে দেখা যায় মুখে মাস্ক ও গায়ে বোরকায় সম্পূর্ণভাবে ঢেকে রাখা অবস্থায়। অনেকের মনেই প্রশ্ন জাগে— কেন এমন ছদ্মবেশ?

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস নিজেই বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন,"আদালত চত্বরে সবসময় মানুষের ভিড় থাকে। একজন তারকা উপস্থিত হলে সেই ভিড় কৌতূহলে আরও বেড়ে যায়। এতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।"

তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনসমাগম এড়াতে তিনি সচেতনভাবেই বোরকা পরেছেন বলে জানান।

অপু বিশ্বাস আরও বলেন,"শুরুর দিকে কেউ আমাকে চিনতে পারেননি। কিন্তু কিছুক্ষণ পর কেউ কেউ চিনে ফেলেন। তবে ততক্ষণে আমার কাজ শেষ হয়ে গেছে।"

তিনি উল্লেখ করেন, শুধু আদালতেই নয়, প্রয়োজন অনুযায়ী বাসার বাইরেও বোরকা পরে বের হন, যদি আশপাশের পরিস্থিতি তা দাবি করে।

প্রসঙ্গত, অপু বিশ্বাস এর আগে বলেছিলেন, তারকাখ্যাতির কারণে জনসমাগম কোথাও কোথাও হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যা তিনি ব্যক্তিগতভাবে এড়াতে চান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে