ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

আসিফ মাহমুদের পোস্টে গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা

২০২৫ জুলাই ১৬ ১৭:১৫:২৬
আসিফ মাহমুদের পোস্টে গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর তাদের নিরাপদে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ।

বুধবার (১৬ জুলাই) তার ফেসবুক পোস্টে তিনি লেখেন,“এনসিপি নেতাকর্মীদের রেসকিউ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ন্যক্কারজনক সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির এক পর্যায়ে সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। হামলার জন্য নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করেছে এনসিপির নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। হামলার মুখে এনসিপির হাসনাত আব্দুল্লাহসহ শীর্ষ নেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় পুলিশ ও সেনাবাহিনী।

এর আগে গোপালগঞ্জ সদর থানা এলাকা এবং বিভিন্ন স্থানে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এনসিপি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে। অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক দলও এই ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে