ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

ঋণপ্রবাহ বাড়াতে কমানো হলো নীতি সুদহার

২০২৫ জুলাই ১৬ ১১:১৩:০৮
ঋণপ্রবাহ বাড়াতে কমানো হলো নীতি সুদহার

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানো ও বাজারে তারল্য নিশ্চিত করতে নীতি সুদহার (রেপো রেট) কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেপো রেট ৮.৫০ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্ত আজ (বুধবার) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগ জানিয়েছে, সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণের অংশ হিসেবে এই হার কমানো হয়েছে, যেন ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে কম সুদে অর্থ ধার করতে পারে। এর ফলে বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পাবে এবং ব্যক্তি ও ব্যবসায়ীদের ঋণ গ্রহণে আগ্রহ বাড়বে।

বর্তমান হারসমূহ:

নীতি সুদহার (রেপো রেট): ৮.৫০% → ৮.০০%

স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (SLF): অপরিবর্তিত, ১১.৫০%

অভার নাইট রিভার্স রেপো: অপরিবর্তিত, ১০.০০%

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, রেপো রেট কমানো হলে ব্যাংকগুলো তুলনামূলক কম খরচে অর্থ সংগ্রহ করতে পারবে। এর প্রভাব পড়ে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের ঋণ গ্রহণে, কারণ তারাও তুলনামূলক কম সুদে ঋণ পাবে।

তবে বিশেষজ্ঞদের মতে, বাজারে অর্থ সরবরাহ ও ভোগ চাহিদা বাড়লে পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এতে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে নেমে এসেছে, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৭.৪৮%।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি একাধিক অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছিলেন, মূল্যস্ফীতি হ্রাস পেলেই সুদহার কমানো হবে। তবে তার আগেই ব্যবসায়ীদের দাবির মুখে এই পদক্ষেপ নেওয়া হলো।

নতুন মুদ্রানীতির প্রয়োজনীয়তা বোঝা যায় ঋণপ্রবাহের পরিসংখ্যান থেকেও। মে মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে ৭.১৭ শতাংশে নেমে এসেছে, যা এপ্রিল মাসে ছিল ৭.৫০ শতাংশ। রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগে অনিশ্চয়তার কারণে ঋণপ্রবাহে এ ধারা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নীতিসুদ কমিয়ে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে একধরনের প্রণোদনামূলক আর্থিক নীতি গ্রহণ করেছে, যার মাধ্যমে বেসরকারি বিনিয়োগ ও বাজারে অর্থ প্রবাহ বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। তবে এর ফলে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়ার আশঙ্কা নিয়েও সতর্কতা অবলম্বন করা জরুরি।

মুয়াজ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে