ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

গোপালগঞ্জে রক্তঝরা বাস্তবতায় জুনায়েদের চার দফা

২০২৫ জুলাই ১৬ ১৭:০৩:৫২
গোপালগঞ্জে রক্তঝরা বাস্তবতায় জুনায়েদের চার দফা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রায় হামলার ঘটনার প্রেক্ষাপটে দলটির শীর্ষ নেতারা এখনো নিরাপদে আছেন বলে জানিয়েছেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

জুনায়েদের মন্তব্য:“সারজিস, নাসিরের সঙ্গে কথা হয়েছে। নাহিদ, হাসনাত ও আখতারকে মেসেজ করেছি। হামলা চলছে। পরিস্থিতি খারাপ শুনলাম। এখনো সবাই নিরাপদ। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। এ হামলার বিহিত করতে হবে।”

তিনি আরও লিখেছেন, “আমরা স্পষ্ট করে বলছি—রাষ্ট্রে বিপ্লবী সংস্কার ছাড়া সামনে এগোনোর কোনো পথ নেই।”

আলী আহসান জুনায়েদ তার পোস্টে চলমান সহিংসতার পেছনে চারটি মূল সংকেত চিহ্নিত করেছেন:

১. পুলিশ সংস্কার হয়নি, তাই তারা হামলা দেখে কিন্তু প্রতিক্রিয়া জানায় না।

২. আওয়ামী লীগের বিচার শুরু হয়নি, ফলে গোপালগঞ্জ এখনো ফ্যাসিবাদের ঘাঁটি রয়ে গেছে।

৩. ইন্টারিম সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, জনগণের আস্থা হারাচ্ছে।

৪. বিপ্লবের চেয়ে রাজনৈতিক লাভালাভ বড় হয়ে উঠেছে, তাই আগের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

পোস্টের শেষাংশে জুনায়েদ লেখেন: “গণঅভ্যুত্থানকে রূপ দিতে হবে পূর্ণ বিপ্লবে। নতুন বাংলাদেশ গড়তে হবে আপামর ছাত্র-জনতার আত্মত্যাগের বিপ্লবী রঙে। আমরা থামছি না, ইনশাআল্লাহ।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে