ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

গোপালগঞ্জে ঝড় তুললেন নাহিদ ইসলাম

২০২৫ জুলাই ১৬ ১৫:২৯:২৭
গোপালগঞ্জে ঝড় তুললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি, এসেছি মুক্তি আনতে।”

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে এনসিপির গোপালগঞ্জ পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আজকের হামলার বিচার যদি না হয়, তাহলে আমরা আবার আসব। নিজ হাতে মুজিববাদ মুক্ত করব।”

দুপুর পৌনে ২টার দিকে মঞ্চে ওঠেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারীসহ শীর্ষ নেতাকর্মীরা। মঞ্চে উঠেই তারা স্লোগানে উত্তপ্ত করে তোলেন পরিবেশ।

সমাবেশ শুরুর আগেই উত্তেজনা ছড়ায় গোপালগঞ্জে। অভিযোগ রয়েছে, এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এর আগে, সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে একটি পুলিশের টহল গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরেও হামলা হয়।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে পৌঁছান এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সমাবেশে অংশ নেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে