ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

রণক্ষেত্র গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি 

২০২৫ জুলাই ১৬ ১৬:১১:৫৩
রণক্ষেত্র গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি 

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একদল সশস্ত্র ব্যক্তি চারদিক থেকে এনসিপির গাড়িবহর ঘিরে ফেলে এবং হামলার চেষ্টা করে। তারা পুলিশের গাড়িও আটকে দেয়।

পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতারা অন্য একটি পথ দিয়ে স্থান ত্যাগ করতে সক্ষম হন।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন,“গ্রাম থেকে আওয়ামী লীগ-যুবলীগের কর্মীরা এসে আমাদের ঘিরে ফেলে। আমরা অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসন পরিস্থিতি শান্ত বললেও তারা একেবারে নিষ্ক্রিয়।”

এর আগে দুপুর দেড়টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ ও ব্যাপক ভাঙচুর চালায় মুখোশধারীরা। ভাঙচুর করা হয় চেয়ার, মাইক ও সাউন্ড সিস্টেম। এই ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছেন উপস্থিত এনসিপি নেতারা।

সকালেই ইউএনওর গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ও তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনাও ঘটে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টেকেরহাট ও টুঙ্গিপাড়া এলাকায়। এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে সেনাবাহিনী, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন,“জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে