ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নিল পুলিশ

২০২৫ জুলাই ১৬ ১৫:৫৬:২৭
হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহর ছাড়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এসময় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। আটক করা হয়েছে কয়েকজন হামলাকারীকে। এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহকে নিরাপদে সরিয়ে নেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি বহরকে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালালে নিরাপত্তা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। হামলার মুখে পড়া গাড়ি বহরটি চাপে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় এনসিপির শীর্ষ নেতাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এর আগে সকাল থেকেই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছিল। বৃষ্টিপাতের কারণে সমাবেশস্থলে নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। এই সুযোগে হেলমেট পরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করে, চেয়ার-টেবিল ছুঁড়ে ফেলে এবং তাণ্ডব চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে