ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

এনবিআরের কটূক্তির জেরে বরখাস্ত নিরাপত্তাকর্মী

২০২৫ জুলাই ১৬ ১১:৫২:৪৩
এনবিআরের কটূক্তির জেরে বরখাস্ত নিরাপত্তাকর্মী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে নিয়ে হোয়াটসঅ্যাপে কটূক্তিমূলক বার্তা প্রেরণের অভিযোগে কর অঞ্চল-১০ এর নিরাপত্তা প্রহরী মো. সেলিম মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) কর অঞ্চল-১০ এর কমিশনার মো. শাহ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. সেলিম মিয়া, নিরাপত্তা প্রহরী (সার্কেল-২০০, কর অঞ্চল-১০, ঢাকা), নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত ও অবমাননাকর মন্তব্য করেন।

তিনি মোবাইল নম্বরটি নিজের বলে স্বীকার করেছেন, যা সরকারি চাকরিজীবীর আচরণবিধি পরিপন্থী।

এ কারণে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ধারা অনুযায়ী তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিধিমালার ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করাকে সমীচীন ও প্রয়োজনীয় মনে করে।সেহেতু, নিয়মানুযায়ী মো. সেলিম মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এই বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন।

এর আগে একই দিনে, এনবিআরের শীর্ষ ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গত, সম্প্রতি এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মকর্তারা দুটি বদলি আদেশ ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান। এ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে প্রথমে ৮ জন এবং পরে আরও ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এই ঘটনার মাধ্যমে এনবিআরে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কটূক্তি থেকে শুরু করে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা, সব মিলিয়ে রাজস্ব বিভাগের ভেতর পরিস্থিতি টানটান উত্তেজনাপূর্ণ।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে