ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

সতর্ক বার্তা দিলো ধর্ম মন্ত্রণালয়

২০২৫ জুলাই ১৬ ১৫:৪৯:০৫
সতর্ক বার্তা দিলো ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের আওতায় অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তবে অর্থ ফেরতের প্রক্রিয়ায় প্রতারণা বা জালিয়াতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে মন্ত্রণালয়।

আজ বুধবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,“২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের অব্যয়িত অর্থ ইএফটি/বিইএফটিএন পদ্ধতির মাধ্যমে সরাসরি হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হচ্ছে। এ টাকা পেতে কারও সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট/ডেবিট কার্ড নম্বর, নগদ বা বিকাশের তথ্য শেয়ার করবেন না। প্রতারকদের ফাঁদে পা দেবেন না।”

এর আগে, গত ১৩ জুলাই সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান,“এ বছর হজ প্যাকেজে যেসব খরচ ধরা হয়েছিল, বিশেষ করে বাড়ি ভাড়ার ক্ষেত্রে কিছু জায়গায় তা নির্ধারিত দামের চেয়ে কমে পাওয়া গেছে। কোথাও কোথাও সার্ভিস চার্জও কম ছিল। ফলে কিছু টাকা উদ্বৃত্ত রয়েছে। এই উদ্বৃত্ত অর্থ প্রত্যেক হাজিকে সরকারি মাধ্যমেই ফেরত দেওয়া হবে।”

ধর্ম মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই পুরো প্রক্রিয়ায় কোনো প্রকার কমিশন, তৃতীয় পক্ষ বা মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যবহৃত হবে না। কেবল সরকারি নির্দেশনা অনুযায়ী, সরাসরি ব্যাংক হিসাবেই টাকা পৌঁছে দেওয়া হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে